Music

LightBlog
Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

এয়ারটেল এপপ দিয়ে এমবি নিতে নিতে কুপাকাত | এটোমেটিক এমবি নিন । অটো কোড SYSTEM ১ টাকায় ৬০ এমবি । সময় থাকতে নিয়ে নিন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন!!!! ট্রিকবিডি এর সাথে থাকায় আমি অনেক ভালো আছি,,,,, প্রথমেই বলে রাখি যে এই পোস্ট টা Quad Triangle ( Md Mukhlesur Rahman Millon ) এই ভাই করেছেন । JOHN NIL – (BD Free Net Official) এই গুরুপে করা হইছে । ২য় পোস্ট এর লিংক আর এই পোস্ট টি করার জন্য Quad Triangle (Md Mukhlesur Rahman Millon) ভাই এর থেকে অনুমতি নেয়া হইছে | Prof (যদিও এইটা আগের ss .. কিন্তু এটাও তিনি পোস্ট করতে বলেছেন) যেহেতু trickbd তে কপি পোস্ট করার নিয়ম নেই তাই আমি পোস্টটি আমার ভাষায় উপোস্থাপন করার চেষ্টা করছি | যা যা লাগবে (১) Qphthon ডাউনলোড করতে এখানে কিলিক করুন (২) script (version 5) ডাউনলোড করতে এখানে কিলিক করুন (ডায়রেক্ট ডাউনলোড লিংক )10 kb (৩) কেউ যদি না বুজে থাকেন তাহলে Fazla Rabbi Nasim এই ভাইয়ের এই ভিডিও টি দেখে নিন (এই বিষয়ে পোস্ট করা আছে) [বিঃ দ্রঃ] ১। যারা android M বা তার পরের ভার্সন এ আছেন, তাদের settings>apps>qpython>permssions এ গিয়ে SMS permission টা enable করে দিতে হবে। ২। যদি কোন error আসে, তাহলে, long click, করলে copy all অপশন আসবে, এখান থেকে কপি করে inbox করে দিবেন। এতে আপনার কোন ব্যক্তিগত তথ্য থাকবে না। আর পাঠানোর আগে দেখে নিবেন। । ৩। My Airtel app এ যারা secoundary number অ্যাড করছেন, তাদের কাজ নাও করতে পারে, পরে আপডেট করে দিবো, তখন ট্রাই করবেন। ৪। এইটা termux বা ডেস্কটপ এ চলবে না, এটা সম্পূর্ন ভাবে sl4a এর উপর নির্ভরশীল, শুধুমাত্র qpython এ টেস্ট করা হয়েছে, আপনি চাইলে, sl4a এবং python-for-android দিয়ে ট্রাই করতে পারেন। আমাকে inbox করলে সাহায্য করার ট্রাই করবো। ( copy from post ) Quad Triangle ( Md Mukhlesur Rahman Millon ) সমস্যা হলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন । তো চলুন কিভাবে কি করবেন প্রথমে qpython এপপ টি ওপেন করুন তারপর ss মতো কিলিক করুন । এখন ওখানে লিখবেন pip install requests তারপর ইন্টার চাপুন | তারপর pip console download হবে ১০ এমবি এর মত লাগবে এবং কিছু সময় লাগবে | তারপর যে scipt ডাউনলোড করেছেন সেটা storage-qphthon-scripts পেস্ট করে দিন । তারপর ss ফলো করুন । এয়ারটেল এর script টা সিলেক্ট করুন নাম্বার দিন তারপর পাসওয়াড দিন তারপর কিছু সময় লোড নিবে তারপর আপনার প্যাকটি সিলেক্ট করুন কতোবার নিবেন সেটা লিখুন Ok চাপুন এখন একের পর এক অটোমেটিক আসতে থাকবে এই ভাবে নিতে থাকুন খোদা হাফেজ সবাই ভালো থাকেন। MY Facebook ID Najmul Hosen Nirob

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন